বরগুনার পাথরঘাটায় নিষেধাজ্ঞা অমান্য করে বরফ তৈরির অপরাধে চরদুয়ানি বরফ মিলে ভ্রম্যমান আদালত পরিচালনা করে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার সময়ে এ অভিযান পরিচালনা করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা। তিনি জানান, উপজেলার কাঠালতলী ইউনিয়নের দক্ষিন কাঠালতলীতে চরদুয়ানি বরফ মিলে মা ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা অমান্য করে নির্ধারিত সময়ের আগে বরফ তৈরি করছিল এমন সংবাদের ভিক্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এসময় উপস্থিত সবার সামনে মোবাইল কোর্টের মাধ্যমে ওই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মিলের হাউজে প্রায় ৭শত ক্যান বরফ পানি দিয়ে নষ্ট করে ফেলা হয় এবং মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। একসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু, নজরুল ইসলাম প্রমুখ
Leave a Reply