বরগুনার পাথরঘাটায় ৪৮টি ইয়াবাসহ ফিরোজ শেখ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী বেরিবাঁধ এলাকা থেকে রোববার রাত ২টার দিকে পাথরঘাটা থানা পুলিশ তাকে আটক করে। পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) রাজেত আলী বলেন, গোপন সংবাদে পাথরঘাটার দক্ষিণ চরদুয়ানী এলাকা থেকে রোববার রাত ২টার দিকে ফিরোজ শেখ নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পাথরঘাটা থানার এসআই মো. মামুন ও এএসআই খোকন দেবনাথসহ পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ওই ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার বলেন, ইয়াবাসহ ফিরোজ শেখ আটকের ঘটনায় পাথরঘাটা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply