আজ বৃহঃপ্রতিবার (১৬ই জানুয়ারী) সকাল ১২ ঘটিকায় দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজে সড়ক পরিবহন আইন, রাস্তা পারাপার, পুলিশের কাজে সহযোগিতা বাল্যবিবাহ রোধ, ইভটিজিং পতিরোধ, জঙ্গিবাদ / সন্ত্রাস দমন মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন রোধ যৌতুক নিরোধ মোবাইলের অপ- ব্যবহার ৯৯৯ সম্পর্কে ও সামাজিক মূল্যবোধ বৃদ্ধি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিতদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ রায়হান ইবনে রহমান, সহকারী পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ (বগুড়া সার্কেল) বগুড়া রিজিয়ন বগুড়া। তিনি বলেন ছাত্র/ছাত্রীদের জন্য তিন চাকা বিশিষ্ট বিভিন্ন(থ্রি হুইলার) গাড়ি ঝূকিপূর্ন তাই এগুলো ত্যাগ করুন, বিপদ থেকে ঝুকিমুক্ত থাকুন। তিনি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য ছাত্র/ছাত্রী সহ সবাইকে আহবান জানান।যে মুখে মা ডাকি, সে মুখে…
Leave a Reply