পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রিয় দেশবাসি ও বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ও আন্তর্জাতিক মানবাধিকার কর্মী শামসুর রহমান নিরব।
সারা বিশ্বে আজ করো না মহামারী পরিস্থিতি বিরাজ করছে ।সারা বিশ্বের মানুষ আজ জীবন নিয়ে হতাশাগ্রস্ত । জীবন সাথে যুদ্ধ করে সময় পার করছে। মুসলমান ধর্মের বছরের দুইটি খুশির ঈদ। তারমধ্যে পবিত্র ঈদুল আযাহা আগামী শনিবার। ঈদুল আযহার নামাজ শেষে প্রতিটি মুসলমান তাদের ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগ করে নেয়। পশু কোরবানির মধ্য দিয়ে নিজেকে আত্মশুদ্ধি লাভের আশায় নিমজ্জিত থাকে মুসলমানরা। একে অপরে দ্বিধা-দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের আনন্দে বুকে বুক মিলিয়ে কোলাকুলির মাধ্যমে ঈদ আনন্দে মেতে ওঠে।
এক শুভেচ্ছা বার্তায় শামসুর রহমান নিরব বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কোরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আযহার শুভেচ্ছা।
তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি পরস্পরের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।
Leave a Reply