পটুয়াখালী সদর উপজেলাধীন পূর্ব শারিকখালী ইউনিয়নের মুচির পোল নামক স্থানে প্রতিবন্ধী ছোট ভাইকে মারার প্রতিবাদ করতে গিয়ে মোঃ ফারুক চৌকিদারের বড় ছেলে মোঃ রুবেল চকিদার (৩০) নিহত হন। & ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৬:১৫ মিনিটের সময় মুচির পোল নামক স্থানে এ ঘটনাটি ঘটে। & স্থানীয় সূত্রে ও নিহতের স্বজনরা জানায়, নিহত রুবেল চৌকিদারের ছোট ভাই একজন প্রতিবন্ধী তিনি বিকেলের দিকে ফুটবল খেলা দেখতে গেলে, সেখানে বসে ডাকাডাকি এবং মাঠের ভিতরে চলে যায়, এটি মানতে পারছিল না মাঠে থাকা ফুটবল প্রেলেয়ার রা।
একপর্যায়ে মৃতের ছোট ভাই প্রতিবন্ধী ছেলেটিকে যারা মাঠে উপস্থিত হয়ে খেলছিল তারা বেপড়োয়া মারধর শুরুকরে। & প্রতিবন্ধী ছোট ভাই মারপিটের কথা বড় ভাই রুবেলকে জানালে কাজ করে বাড়ি ফেরার পথে মুচির পোল নামক স্থানে প্রতিপক্ষের কাছে জিজ্ঞাসা করতে গেলে বেধড়ক মারপিট শুরু করে একপর্যায়ে তাকে কাঠের চলা দিয়ে মাথায় আঘাত করলে রক্তক্ষরণ শুরু হয় দ্রুত হাসপাতালে নিয়ে গেলে পটুয়াখালী সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এবিষয় পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদ জানান, এক প্রতিবন্ধী ভাইকে মারার প্রতিবাদ করতে গিয়ে প্রতিপক্ষের হাতে রুবেল তালুকদারের মৃত্যু হয়। ঘটনা জানতে পেরে দ্রুত ফোর্স পাঠানো হয় এবং তিনজনকে ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় আনা হয়েছে। & লাশ পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানায়।
Leave a Reply