১৯৯৭ই পটুয়াখালী জেলার দুমকী উপজেলা থানা ব্রীজ সংলগ্ন লুথারান হাসপাতাল টি চালু হয়ে অতি সুনামের সহিদ উক্ত হাসপাতালটি কার্যক্রম চলছে নির্বাহি পরিচালক হিসেবে পিউস ছেড়াও দোগদান করার পর থেকে হাসপাতালটিতে যেনো অনৈতিক কার্যকলাপ বেড়েই চলেছে হাসপাতালের ভিতর তার একটা গেষ্ট হাউস আছে সেই হাউজে বসে সে সব সময় মাদকদ্রাব্য সেবন করে এবং হাসপাতালের কত্যবরত নার্সদের সাথে সে সব সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকে।সরে জমিনে গিয়ে তদন্ত কালে নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের কর্মচারী বলেন পিউস ছেড়াও সে তার বন্ধুদের নিয়ে রাতে গেস্ট হাউজে বসে মাদকদ্রব্য সেবন করে হাসপাতালের ভিতর এসে সুন্দরী নার্সদের জোর পূর্বক তাদের অনিচ্ছার বিরুদ্ধে এবং চাকরীচ্যুত করবে বলে তারা বাংলোতে ডেকে নিয়ে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকে জুথিকা মন্ডল নামে এক নার্স তার কু প্রস্তাবে রাজি না হওয়া তার স্বামীকে উক্ত হাসপাতাল থেকে চাকুরীচ্যুত করা হয় এবং জুথিকা মন্ডলকেও চাকুরীচ্যুত করা হয় জুথিকা মন্ডল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন পিউস ছেড়াও আমাকে বিভিন্ন ধরনের কু প্রস্তাব দিতো উক্ত প্রস্তাবে আমি রাজি হইনাই বিধয় আজ আমার এই দশা অপরদিকে হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ডেভিট ঘোষ সে ছিলেন খুনের মামলায় আসামি তাদের জন্য মাদকদ্রব্য আনতে গিয়ে তালতলী থানা পুলিশের হাতে ধরা ডেভিড ঘোষ ও পিউস ছেড়াও এর নিকটতম কর্মকর্তা বেনিডিক্ট সেন্টু রোজা্রিও । উক্ত হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীদের স্বাক্ষা্ৎকারে যানা যায় নির্বাহী পরিচালক পিউস ছেড়াও এবং প্রশাসনিক ভবনের এমভি ডেভিড ঘোষ রেখা কস্তা মৌসুমী বাড়ৈ একত্রে মিলে হাসপাতালের অনেক অ্যামেরিকা থেকে আগত ৪০ টা হাইড্রলিক বেড সিজারের যন্ত্রপাতি ২ টা কম্পউটার ফটোস্ট্যাট মেশিন ও আরো মূল্যবান জিনিসপত্র ট্রাক ভর্তি করে রাতের আঁধারে নিয়া যায় যায় বর্তমানে বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা উক্ত হাসপাতালের একটি সাব সেন্টার ছিল পটুয়াখালী মাটিভাঙ্গা গ্রামে তাদের বিভিন্ন অপকর্মের কারনে উক্ত গ্রামের লোকজন সেন্টারটি বন্ধ করে দেয় বিগত ১১ মাস ধরে লুথারান হাসপাতালের নির্বাহী পরিচালকের দায়িত্ব অবহেলার কারণে সাগর রোজারিওকে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালকের দায়িত্ব দেওয়া হয় কিন্তু পিউস ছেড়াও ছেড়াও কৌশলে গাগর রোজারিওকে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে যায় হাসপাতালে সকল কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যাশা মিসেস জুথিকা মন্ডল ও তার স্বমীকে যেন তাদের স্ব পদে ফিরিয়ে দেয়া হয় এবং উক্ত পরিচালক পিউস ছেড়াও কে তার পদ থেকে অব্যাহতি দিয়ে নতুন পরিচালক দ্বারা উক্ত প্রতিষ্ঠান পরিচালনা করা হয়
Leave a Reply