রিপোর্টার আবু জাফর প্রদীপ কলাপাড়া থেকে,
RAB ৮ সিপিসি-১পটুয়াখালী (ক্যাম্প) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
পটুয়াখালী এর যৌথ উদ্যোগে
অদ্য ৬ অক্টোবর ২০২০তারিখ ইংতারিখ দুপুর আনুমানিক ১২:২০ ঘটিকার সময় পটুয়াখালীজেলার দুমকি থানার তালতলী বাজার এ
এ লাকায় অভিযান পরিচালনা করে দোকানের পণ্য মূল্য তালিকা প্রদর্শন না করা অপরাধে,
১/মোঃ বেল্লাল হোসেন ২৭পিতা মোঃ আঃ হক মোল্লা সাং চর বয়রা, তালতলী বাজার,থানা দুমকী জেলা-পটুয়াখালীকে ৪০০০/-টাকা
২/মোঃ মনির হোসেন মৃধা (৪৯ )পিতা মৃত আবুল কাশেমে মৃধা সাং চরয়া,তালতলী বাজার থানা দুমকি পটুয়াখালীকে ২০০০/= টাকা ,
৩/মোঃকামরুল ইসলাম ৩০পিতা জাহাঙ্গীর মোল্লা সাং বয়রা দক্ষিণ চর বয়বা,থানা দুলকি পটুয়াখালীকে ৪০০০ টাকা সহ সর্বমোট ১০০০০/-টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালতের সহকারী পরিচালক জনাব
মোঃ সেলিম,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক অর্থদণ্ড প্রদান করেন।
Leave a Reply