পটুয়াখালী জেলার বাউফলে এক পরিবারে ৫৭ জন পবিত্র কোরআন শরীফের হাফেজ হয়েছেন। এই দৃষ্টান্ত স্থাপন করে ইতিমধ্যে সুনাম কুড়িয়েছেন সদর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এলাকার বাসিন্দা একাত্তররোর্ধ্ব মোঃ শাহজাহান । ৫৭ জন পবিত্র কোরআন শরীফের হাফেজ হলেন, হাফেজ মাওলানা মজিবুর রহমান, হাফেজ মাওলানা নূর হোসেন, হাফেজ মাওলানা আবু বকর, হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, হাফেজ মাওলানা মোঃ সোলাইমান, হাফেজ মাওলানা এমদাদুল্লাহ, হাফেজ মাওলানা ইব্রাহিম, হাফেজ মোঃ জোবায়ের, হাফেজ মাওলানা সালাহ উদ্দিন, হাফেজ মাওলানা সালমান, হাফেজ মাওলানা জোনায়েদ, হাফেজ মাওলানা সফিক, হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, হাফেজ মাওলানা সাইফুল্লাহ, হাফেজ মাওলানা আবদুল্লাহ, হাফেজ মাওলানা লোকমান, হাফেজ মাওলানা রাইয়ান, হাফেজ মাওলানা ইমরান, হাফেজ মোহাম্মদ, হাফেজ মাওলানা ইলিয়াস হাফেজ আহম্মেদ, হাফেজ মাওলানা নোমান, হাফেজ মাওলানা রেদওয়ান, হাফেজ মাওলানা রোহান, হাফেজ মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা সাকাওতুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল্লাহ, হাফেজ মাওলানা আব্দুল আলীম, হাফেজ মাওলানা জোবায়ের, হাফেজ মাওলানা আবদুল্লা, হাফেজা মাওলানা মানসুরা, হাফেজা মাওলানা ফারহা, হাফেজা মাওলানা মারওয়া, হাফেজা মাওলানা ফাতেমা, হাফেজা মাওলানা রাহিমা, হাফেজা বুশরা, হাফেজা ইশরা, হাফেজা মোসাঃ খাদিজা, হাফেজা মোহাইমিনা, হাফেজা মুসফিকা, হাফেজা সামসুন্নাহার, হাফেজা নাসিমা, হাফেজা সুমাইয়া, হাফেজা মারজান, হাফেজা আফনান, হাফেজা রাউয়ান, হাফেজা খানসা, হাফেজা মনিরা , হাফেজা উম্মেহানী, হাফেজা নাসরীন, হাফেজা নাদিফা, হাফেজা আম্মারা, হাফেজা আয়শা, হাফেজা সামাইয়া মনি, হাফেজা মোবাশ্বেরা। প্রতিবেদকে মোঃ শাহজাহান বলেন আল্লাহর রহমতে তার পরিবারের সদস্যরা দ্বীনই শিক্ষা অর্জন করতে পেরেছে এটাই তার অনেক বড় অর্জন,
Leave a Reply