পটিয়া উপজেলা কোলাগাঁও ইউনিয়নে তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে মো.জামাল হোসেনের ছেলে মো.সরওয়ার ও নুর উদ্দিনকে একই এলাকার মো.দেলোয়ার হোসেনের ছেলে মো.ইকবাল,মো.সিরাজুল ইসলামের ছেলে মো.শাকিল,মৃত শফিউর রহমানের ছেলে কুতুব উদ্দিন,মৃত হাদী মো.মহরুজ্জামানের ছেলে মো.শাহ জামির,মো.সেলিমের ছেলে মো.হাসান সহ অজ্ঞাত আরও ৮/১০ জন। Cstv24 কে আহত মো.সরওয়ার,মো.জামাল বলেন একটা তুচ্ছ গঠনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের উপর দেশীয় অস্ত্র স্বস্ত্র সজ্জিত হয়ে চাইনিজ কুড়াল নিয়ে উপর্জপরী হত্যার উদ্যেশে আমাদের উপর হামলা চালায় এমন কি সরকার দলীয় প্রভাব খাটিয়ে আমরা পটিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গেলে আমাদের স্হানীয় সন্ত্রাসীরা ঘেরাও করে রাখে যাতে আমরা চিকিৎসা সেবা নিতে না পারি বিনা চিকিৎসায় মারা যায় পরে প্রশাসনের হস্তক্ষেপে পটিয়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা নিতে আমাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারা আরও বলেন আমাদের বাড়ি ঘর সন্ত্রাসীরা ঘেরাও করে রেখেছে তাই আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
Leave a Reply