পঞ্চগড় সদর উপজেলার,নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)শিংরোড ক্যাম্পের বিওপি এর কমান্ডার সুবেদার মো:আতিয়ার রহমান এর অধিনে (১৭)টি ক্যাম্পে, করোনা ভাইরাসে ছিন্নমূল গৃহ দুস্থ অবস্থান কারি ও সাধারণ খেটে খাওয়া ১,০০০ পরিবারের মাঝে তৈল,ডাল,চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরন করেন।বিজিবিই জনতা, বিজিবি মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত বুধবার ১৩ মে ২০২০ ইং সকাল ১১ টার দিকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলে, এসব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করে।করোনা ভাইরাস ও মহামারিতে জন জীবন যখন বিপর্যস্ত হয়ে পড়েছে।বিষেশ করে চরম কষ্ট সহ্য করতে হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রেণি পেশার সাধারন মানুষকে।এসব মানুষের কথা চিন্তা করে আইন শৃঙ্খলার পাশাপাশি দেশ ও জাতির কল্যানর্থে মানবিক কাজ সব সময় সাধারন মানুষের পাশে রয়েছে।নীলফামারী ব্যাটালিয়ান(৫৬বিজিবি) ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরনের সময় শিংরোড কেম্পের এর কমান্ডার সুবেদার মো:আতিয়ার রহমান উপস্থিত ছিলেন। আরো সাথে বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ এলাকার সুধী সমাজ।এই বিপদ গ্রস্থ সময়ে যাতে কোন পরিবার না থাকে সে দিকে নজর রেখেছে নীলফামারী ব্যাটালিয়ান (৫৬বিজিবি)খাদ্য সামগ্রী বিতরন অবহ্নত রয়েছে
Leave a Reply