মোঃ ইমরান হোসেন রাজু স্টাফ রিপোর্টার
পঞ্চগড় সদর উপজেলায় চলছে কয়েকটি জমজমাট জুয়ার আসর অমরখানা ইউনিয়নের মডেল হাটে বোর্ড মাস্টার আমিরের নেতৃত্বের চলছে কখনো নিজের বাড়িতে কখনো স্থান ত্যাগ করে অন্য জায়গায় রয়েছে লাইনম্যান।
এদিকে হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের দক্ষিণ পাশে নদীর ধারে চলছে জুয়া খেলা এখানে একজন বোর্ড মাস্টার রয়েছে সে নিয়ন্ত্রণ করে লাইনমেন থেকে শুরু করে কয়েকটি ধাপ এলাকাবাসী বিষয়টি জানলেও খেলোয়াড়দের হাত অনেক উপরে । অনেকেই সর্বস্বান্ত হচ্ছেন এই খেলায়।। সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিছুটা বেগ পেতে হয় বিভিন্নভাবে।। হাফিজাবাদ ইউনিয়নের পশ্চিম পাশে নদীর ওপারে জুয়ার আসর থেমে নেই সমাজের ভদ্র কিছু মানুষ নিয়ন্ত্রণ করে ।। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের পিছনে নদীর ধারে চলছে জুয়া খেলা।। হাড়িভাসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে নদীর ধারে মোটা অংকের টাকা দিয়ে চলছে জুয়া খেলা স্থানীয় চেয়ারম্যান চৌকিদার দিয়ে অনেকবার বন্ধ করলো জুয়ারুরা অত্যন্ত কৌশলী হওয়ার স্থান পরিবর্তন করে। পুলিশ প্রশাসন জুয়ারুদের ধরতে গেলেই পালিয়ে যায় বিভিন্নভাবে।। কারণ বিভিন্ন স্পটে তারা লাইনম্যান সেট করে রেখেছে।।। পরবর্তীতে আসতেছে বিস্তারিত। চোখ রাখুন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকায় এবং মাতৃজগত টিভির পর্দায়
Leave a Reply