পঞ্চগড় সদর উপজেলা অমরখানা ইউনিয়নের হঠাৎ গ্রামের- ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত রোববার (২২শে ডিসেম্বর )বিকালে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির মা বলেন বিকাল বেলা বাড়ির পাশে খেলছিল।
এমন সময় নিজের চাচাতো ভাই আশরাফুল ইসলাম, (২৩) খাবারের লোভ দেখিয়ে বাঁশঝাড়ে দিকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমি ধর্ষক আশরাফুল ইসলাম এর বিচার চাই। আর যেন কারো সাথে এমন কাজ করতে না পারে। অভিযুক্ত ধর্ষক সদর উপজেলার অমরখানা ইউনিয়নের হঠাৎ পাড়া এলাকার রফিকুল ইসলামে ছেলে। ঘটনার পর থেকেই আশরাফুল ইসলাম পলাতক রয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালর কর্তব্যরত চিকিৎসক ডাক্তার: উম্মে হেমায়রা বলেন (৬)বছরের শিশু ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে প্রাথমিক ভাবে পরীক্ষা নিরীক্ষা করে ধর্ষণের আলামত পাওয়া যায়। পঞ্চগড় সদর থানা অফিসার ইনচার্জ আব আককাছ আহমেদ, আনুষ্ঠানিক কেন বক্তব্য না দিয়ে বলেন ধর্ষক ঘটনার পর থেকে পলাতক রয়েছে। ধর্ষকে আটকের অভিযোগ অভ্যাহত আছে
Leave a Reply