বুধবার, ০৭ জুন ২০২৩, ০৪:৫৬ পূর্বাহ্ন

নৌবাহিনীর অভিযানে তাবলীগ জামাতের ৩৫ মুসুল্লি আটক! Matrijagat TV

তানভীর আহমেদ,ভোলা জেলা প্রতিনিধি -
  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০২০

ভোলার বোরহানউদ্দিনে নৌবাহিনীর অভিযানে ঢাকার হবিগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ফেরত আসা ৩৫ জনকে আটক করেছেন। এই সময় নৌবাহিনী চালক সহ ১ গণপরিবহন আটক করে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বশির গাজীর কাছে হস্তান্তর করেন। আজ বুধবার সকাল ১১ঃ৩০ মিনিটে বোরহানগঞ্জ বাজারে লেফটেন্যান্ট কমান্ডার ইমাম হোসেনের নেতৃত্বে ঔ অভিযান পরিচালনা করা হয়।

নৌবাহিনীর অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মোঃইমাম হোসেন জানান, সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা কেরানীগঞ্জ ও হবিগঞ্জ থেকে ফেরত আসা তাবলীগ জামাতের ৩৫ জন যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল।সকল যাত্রীকে পরিবহন থেকে নামিয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বশির গাজীর উপস্থিতিতে করোনা ভাইরাস বিস্তারে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ ধরনের চলাচল দেশের জন্য ভয়াবহ পরিস্থিতি ডেকেআনবে বলে সকলকে সর্তক করে ছেড়ে দেওয়া হয়।জানা যায় তাবলীগ জামাতের ৩৫ জন যাত্রী ঢাকার বিভিন্ন মসজিদে থেকে বাড়ির উদ্দ্যেশ্যে রওনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার জনাব বশির গাজী জানান,আটককৃত পরিবহনের ড্রাইভারের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং ভ্রাইভার মোহাম্মদ আলিকে ৫ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেই।টাকা পরিশোধের পর তাদেরকে বাসায় গিয়ে ১৪ দিন হোম কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দেইএবং করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে তাদেরকে অবহিত করে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Developed BY Matrijagat TV
matv2425802581