মুহাম্মদ আজিজুর রহমান খান জেলা বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোনা দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকর্যাালী বের করা হয়। শোকর্যালী শহরের প্রদক্ষিণ করে উপজেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।
Leave a Reply