শারীরিক দূরত্ব বজায় রাখুন, মানসিকভাবে পাশে থাকুন। এই স্লোগানকে সামনে রেখে… সীমিত সামর্থ্য,আর অদম্য নিয়ে ছেলেগুলি ভিড় না করে অলি-গলিতে পৌঁছে যাচ্ছে সাধ্যমত সাহায্য সামগ্রী নিয়ে,আর প্রতিবেশীদের ঘরের আনাচ-কানাচ অবধি জীবানুনাশক ছিটিয়ে পরিষ্কার করে দিয়ে আসছে।
এরা নেত্রকোণা জেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। করোনা ভাইরাস সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় তারা তাদের সীমিত সামর্থ্য দিয়ে নিয়মিত বিরতিতে আশেপাশের ৩০০ শতাধিক পরিবারের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ করছে, পাশাপাশি ২০০ শতাধিক বাড়ির প্রতিটি আনাচ-কানাচ(মসজিদ-মন্দির সহ) পরিষ্কার করা সহ জনসচেতনতামূলক মাইকিং ও বাড়ি বাড়ি বিশেষত বাড়ির “বয়স্ক” দের মাঝে সচেতনতা বৃদ্ধির কাজ করছে । এ বিষয়ে নেত্রকোনা জেলা ছাএলীগ নেতা ধ্রুব সরকার বলেন, এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ।
আগামী এক মাস আমাদের জন্য খুব ই গুরুত্বপূর্ণ, তাই এই কার্যক্রমগুলো ২-৩ দিন অন্তর আগামী বেশ কিছুদিন আমরা নিরবিচ্ছিন্নভাবে চালানোর প্রয়াস নিয়েছি।সবার আশির্বাদ প্রার্থী।আপনারা ঘরে থাকুন,আপনার প্রয়োজনে আমরা বাইরে আছি৷ আরো বলেন, আমাদের মত সকল ছাত্রলীগকর্মীর ভাল কাজের অনুপ্রেরণা প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
Leave a Reply