নেত্রকোণা জেলায় মঙ্গলবার বিকেলে ৩টার দিকে বজ্রপাত হলে তিন উপজেলায় বজ্রপাতে সাতজনের মৃত্যু ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন, খালিয়াজুরী উপজেলায়ঃ মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের খেলু ফকিরের ছেলে অছেক মিয়া (৩২) একই গ্রামের আমির সরকারের ছেলে বিপুল মিয়া (২৮) ও বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির (২৮ )। কেন্দুয়া উপজেলায়ঃ পাইকুড়া ইউনিয়নের বৈরাটী গ্রামের মো. বায়েজিদ মিয়া (৪২) ও কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামের মো. ফজলুরর রহমান (৫৫)। মদন উপজেলায়ঃ পশ্চিম ফতেপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে হাফেজ মো. শরীফ (১৮) ও একই গ্রামের মৃত আব্দুল মন্নাফের ছেলে মাওলানা আতাবুর রহমান (১৯)। মদন উপজেলায় বাস্তা গ্রামের ভিক্ষু মিয়ার স্ত্রী কনা (৪৫) ও চন্দন মিয়ার স্ত্রী সুরমা আক্তার আহত হয়ে মদন হাসপাতালে ভর্তি হয়েছেন বিভিন্ন স্থানীয় ও পুলিশ সূত্রে জান গেছে। নেত্রকোণার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী মঙ্গলবার বিকেলে সাতজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।নিহতরা সবাই কৃষক এবং ফসলের মাঠে কাজ করার সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়। এ ছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।
Leave a Reply