প্রতিটি ইউনিয়নপর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্যবিমোচন, জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করা এবং তৃণমূলপর্যায়ে অংশীদারিত্বমূলক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য সরকারের একটি পদক্ষেপ হচ্ছে এলজিএসপি (লোকাল গভর্নেন্স সাপোর্ট প্রজেক্ট) প্রকল্প। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও জনঅংশগ্রহণমূলক দক্ষ স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পরিণত করা। যার ধারাবাহিকতায় সংশ্লিষ্টদের সঠিক তদারকিতে নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন ১নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমানের দক্ষতাসম্পন্ন যোগ্য নেতৃত্বের দ্বারা দ্রুতো এগিয়ে চলছে বিভিন্ন ওয়ার্ডের উন্নায়ন মূলক চিত্র।উপজেলার বড়ভিটা ইউনিয়নে ২০১৯-২০ অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় উক্ত ইউনিয়ানের ৩নং ওয়ার্ডে পাকারাস্তা হইতে আজিদের বাড়ি পর্যন্ত ৮২ মিটার রাস্তা সিসি করন কাজের উদ্বোধন সহ একই ওয়ার্ডের জহুরহাজী পাড়া গ্রামে ২০১৯-২০অর্থবছরের কাবিটা প্রকল্পের অধীনে ইউডি H.B.B করন কাজের উদ্বোধন করা হয়।অদ্য সকাল ১০ ঘটিকায় উদ্বোধন কালে জনাব আলহাজ্ব ফজলার রহমান বলেন,আমি দীর্ঘ ২৫ টি বছর এই ইউনিয়ানে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছি সর্বপরি সাধারন মানুষের পাশে থেকে উন্নায়নের ধারাকে সচল রাখার মাধ্যমে জয় করতে চেয়েছি সাধারন মানুষের মন।এলজিএসপি প্রকল্পের এই কাজে ব্যয় করা হয়েছে ০৪ লাখ ৭৯ হাজার ৪৯৪ টাকা।আমি চেয়েছি সর্বদাই কাজের সিডিউল মোতাবেক এই কাজ সম্পুর্ন করতে।যার জন্য কাজ চলাকালীন সময় এখানে উপস্থিত থাকার মাধ্যমে এগিয়ে চলছে এই রাস্তা সিসি করনের কাজটি বলে জানান তিনি। উক্ত এলাকার সুবিধাভোগী বাসিন্দা জনাব মোঃ নাছির মিয়া বলেন, সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তায় আমাদের চলাফেরা করতে খুবই অসুবিধা হয়।আমাদের বড়বা খুব ভালো মানুষ উনি নিজে থেকে ইউনিয়ানের প্রতিটি গ্রামে গ্রামে ঘুড়ে দেখে কোন রাস্তাটি কি অবস্থায় আছে, কোন কাজটি আগে করা দরকার তিনি তা বিবেচনা করে সুধু রাস্তা নয় পাশাপাশি ছোট ছোট ব্রিজ,ড্রেন,প্রাচির সহ সাধারন জনগনের ভোগান্তি নিরাশনের লক্ষে এলাকার বিভিন্ন উন্নায়ন মূলক কর্মকান্ডগুলোকে তরান্বিত করেই চলছে প্রতিনিয়োত বলে জানান তিনি।ইউনিয়নের জহুরহাজী পাড়া গ্রামের বাসিন্দা জনাব মোঃ সেকেন্দার আলী বলেন,হামার মোতন গরীব মাইনষের(মানুষের)বিদি কায়হো ফিরি দেখে না।হামার ফজলা বড়বা না থাকলে হামার ওত্তর পাড়ার মানুষোক হাতোত করি পাংয়ের সেন্ডেল খুলি নিয়া ওই তিপুতি পযোন্ত যাবার নাগিল হায়।হামার বড়বার জন্য হামরা আইজ হিল আর জুতা পিন্দিয়া যাবার পাওছি।আল্লাহ হামার বড়বাক যুগ যুগ বাঁচি থুক।সাধারন মানুষের এমন ভালবাসায় নিজেকে উৎসর্গ করার মাধ্যমে স্বস্থির নিঃস্বাস ফেলছেন এই মহৎ হৃদয়ের গুনোনশীল ব্যাক্তিটি। এ বিষয়ে কথা হলে বড়ভিটা ইউপি চেয়ারম্যান জনাব আলহাজ্ব ফজলার রহমান বলেন, এলজিএসপির কাজে ফাঁকি দেয়ার সুযোগ নেই।কাজের মান সঠিক রাখায় আমাদের সজাগদৃষ্টি আর সঠিক তদারকি প্রতিনিয়োত রয়েছে বলে জানান তিনি।
Leave a Reply