ভালুকায় টক্কর দিয়ে মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী শিক্ষানগরী হলে ও মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী ওয়ার্ডের নেতারা শিক্ষাবান্ধব । নিঝুরী ওয়ার্ডে ভার্সিটি মেডিক্যাল ইজ্ঞিনিয়ারিং পড়ুয়া হাজার শিক্ষার্থী রয়েছে। অথচ একটি ওয়ার্ডের সব টোকাই, মাস্তান, ছিনতাইকারী, দালাল সাথে খুবই ঘনিষ্ঠ ও পরিচিত রয়েছে কিছু নাম দারী সুভিদা বাদী নেতাদের। কিছু দিন বিএমপি কিছু দিন আওয়ামী লীগ করেন । এইভাবে চলে আসছে মেদুয়ারী ইউনিয়নের নিঝুরী ওয়ার্ড রাজনীতি । এক দিকে মেদুয়ারী ইউনিয়নের শিক্ষানগরী গড়ে তোলা অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী আর অন্য দিকে শিক্ষার পরিবেশ নষ্টকারী টোকাই, মাস্তান, ছিনতাইকারী, দালাল, স্থানীয় প্রভাবশালী কিছু নেতারা । নিঝুরীতে একটি বাস্তব উদাহরণ দেই। এক চোর মোঃ কবির মিয়ার বাসার বাড়াটিয়ার মহিলার মোবাইল ছিনতাইকারে নিয়ে যায় পাশের বাসার মোঃ আমজাদ মিয়ার ছেলে মোঃ সজিব মিয়া তার পর এলাকার লোকজন তাকে হাতে নাতে ধরে। কিন্তুু কিছু নাম ধারী নেতা চুরের বিচার না করে চোর কে থানায় না দিয়ে উল্টা চুর ধরছেন যারা,তাদের বিচার করবেন এর নাম নেতা। এক নেতা বলে চুর আমি পালি । পারলে চোরের বিচার কর আর চুরের বাপ আমজাদ মিয়া যারা চুর ধরছেন তাদের গালি গালাছ করেন আর এই চুর এলাকায় আর কয়েক বার ধরা পরেছেন কিন্তুু কোন বিচার হয়না গঠনার সময় হাজার হাজার লোক ছিল প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি
Leave a Reply