সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া গ্রামের আবু রায়হানের। একই গ্রামের রাকিদুল গংদের সাথে জমিজমা সংক্রান্ত পূর্বশত্রুতার রেশ ধরে চলতে থাকা বিবাদ এখন গাছের উপর দিয়ে যাওয়া শুরু করেছে। গত শুক্রবার গভীর রাতে আবু রায়হানের নিজ হাতে বপন করা মেহগুনি ও ইউকেলিপ্টাস গাছের বাগানের অনেকগুলো গাছ কেটে ফেলেছে তারই সৎভাই রাকিদুল গং। আবু রায়হান অভিযোগ করে বলেন, পিতা আব্দুর রহিম মারা যাবার পর থেকেই নানামুখি অত্যাচারে অতিষ্ঠ করে আসছে তারই সৎভাইগুলো। এর আগে আমাদেরকে মেরে আহত করলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে ১০৭ ধারা মামলাও দায়ের করা হয়। যেটা এখনও চলমান রয়েছে। সেই সুত্র ধরে এবার রাতের আধারে বাগানের গাছ কেটে সাবার করে ক্ষতিগ্রস্ত করতে মরিয়া হয়ে উঠেছে তারা।
Leave a Reply