মোঃ আলামিন হোসেন সাতক্ষীরা জেলা বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ার ইমামুল হোসেন (১৩) নামের এক মাদরাসা ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আইয়ুব হোসেনের পুত্র।
নিখোঁজ ইমামুল সাতক্ষীরা সদর উপজেলার বাকাঁল দারুল হাদিস আহাম্মাদিয়া সালাফিয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশুনা করতো।
এ ব্যাপারে ওই ছাত্রের চাচা গয়ড়া গ্রামের আব্দার আলীর পুত্র আরিফ হোসেন মিন্টু সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডাইরী (জিডি) করেছেন, যার নং- ৪৭৩, তারিখ- ১১/৮/২০২০। নিখোঁজ ছাত্রের পিতা মালয়েশিয়া থাকায় তার চাচা মিন্টু এ জিডি করেন।
জিডি সূত্রে জানা গেছে, ইমামুল গত ৯ আগস্ট বেলা আনুুমানিক ১১টার দিকে মাদরাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
বিভিন্ন জায়গায়, আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজখবর নিয়েও তার সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ ছাত্রের গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল গোলাকার, উচ্চতা আনুমানিক ৪ ফুট ৩ ইঞ্চি। মাদরাসা থেকে বের হওয়ার সময় পরনে ছিলো সাদা রঙের পাঞ্জাবি।
কোন সহৃদয় ব্যক্তি ইমামুলের সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নিখোঁজের চাচা আরিফ হোসেন মিন্টু।
Leave a Reply