নিখোঁজের ২৮ দিন পরও সন্ধান মিলেনি পাপিয়া ঘোষের।পরিবারের অনুরোধ দ্রুত পাপিয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।
প্রসঙ্গত, পাপিয়া ঘোষ, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তন্বী গত ৫ই ফেব্রুয়ারি রাত সাড়ে ৯টার দিকে বান্ধবীর বাসা থেকে বাড়িতে ফেরার সময় ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকার ১০নং সেক্টরের ১৭নং রোডের ২০নং বাড়ি সামনে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রাইভেট কারযোগে অপহরণ করে। পরে এই ঘটনা নিয়ে মামলা হয়েছে কিন্তু আজ অব্দি সন্ধান পাওয়া যায়নি পাপিয়ার।পরিবারের লোকজন মনে করেন পাপিয়ার ব্যাপারে তেমন কোন কার্যকর ভূমিকা গ্রহন করতে দেখা যাচ্ছেনা প্রশাসনের। পাপিয়াকে অপহরণে তার পরিবার দুর্বিষহ সময় কাটাচ্ছে।
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মহিউদ্দিন আহমেদ শওকত মনে করেন,একজন সাবেক শিক্ষার্থীকে এভাবে অপহরণ বা গুম করাটা কোনভাবেই আমরা মেনে নিতে পারছি না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। আমরা অনুরোধ করছি দ্রুত পাপিয়াকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হোক।
Leave a Reply