সারাদেশে ন্যায় রূপগঞ্জে ঈদুল ফিতরকে সামনে রেখে শর্ত সাপেক্ষে ব্যবসাপ্রতিষ্ঠান শপিং মল ও দোকানপাট সীমিত পরিসরে খোলার অনুমতি দিয়েছে সরকার।
সোমবার( ৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ এক আদেশ জারি করে এ নির্দেশনা দিয়েছেন।।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেনা বেচার সময় পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্য স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে হবে ।
বড় বড় শপিং মলের প্রবেশ মুখে হাত ধোয়ার ব্যবস্থা সহ সেনিটাইজার এর ব্যবস্থা করতে হবে। শপিংমলে আগত যানবাহন অবশ্যই জীবানুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে। দোকানপাট এবং শপিংমল অবশ্যই বিকেল (৫)পাঁচটার মধ্যে বন্ধ করতে হবে।
এছাড়া করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে বলা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে কেউ কর্মস্থল (কর্ম এলাকা) ত্যাগ করতে পারবে না। এছাড়া ছুটির সময় সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে বলা হয়েছে।
Leave a Reply