বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ অপরাহ্ন

নানা আয়োজনে শ্রীমঙ্গল বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

সিনিয়র স্টাফ রিপোর্টার: মোঃ জালাল উদ্দিন।
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা আয়োজনে কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে উৎসবমুখর ছিল শ্রীমঙ্গল উপজেলা প্রাঙ্গণ। সূর্যোদয়ের সাথে সাথে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল নিয়ে জড়ো হন উপজেলা পরিষদ মাঠে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে। প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন, জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। এরপর উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শ্রীমঙ্গল মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন। এছাড়া শ্রীমঙ্গল প্রেসক্লাব, শ্রীমঙ্গল রিপোর্টার্স ইউনিটি, শ্রীমঙ্গল অফিসার ক্লাব, শিক্ষকদের বিভিন্ন সংগঠনসহ অন্যান্য আরো সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। শ্রীমঙ্গল প্রেসক্লাব : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০১তম জন্মদিনে শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে ১৭ মার্চ সকাল সাড়ে ১০টায় কলেজ রোডস্থ শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গনে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী উপলক্ষে দুস্থ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরন করেন- অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেকসহ উপজেলা আওয়ামী লীগ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ গণমাধ্যমকর্মীরা। এর আগে সকাল সাড়ে ৭টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিকরা শ্রীমঙ্গল উপজেলায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সরকারি শিশু পরিবার : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শ্রীমঙ্গল শিশু পরিবারের উদ্যোগে আয়োজন করা হয় দোয়া মাহফিল, কেক কাটা, রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আব্দুস শহীদ এম.পি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমদ, মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালেক প্রমূখ। এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581