নাটোর জেলা বড়াইগ্রাম উপজেলায় জোনাইল ইউনিয়নে শিমুল ব্রেকারী ও আব্দুর রহিম ব্রেকারীতে ভাম্যমান আদালত পরিচালনা করেন, মোঃ আনোয়ার পারভেজ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বড়াইগ্রাম নাটোর ও ভাম্যমান আদালত সঙ্গে ছিলেন এ এস পি জামিন সি পি সি ২ র্যাব ৫ সেক্টর কমান্ডার নাটোর।
জোনাইল বাজারে শিমুল ব্রেকারী ও আব্দুর রহিম ব্রেকারীতে ভ্রাম্যমান আদালতে ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৪৩ রায় এ শিমুল ব্রেকারীতে ৫০০০০ হাজার টাকা জরিমানা করেন । অপরদিকে আব্দুর রহিম ব্রেকারীতে ৫০০০০ টাকা জরিমানা করেন। দুটি ব্রেকারীতে বিস্কুট কেক পারুটি তৈরি করেন বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করেন যা মানবদেহের ক্ষতিকর ও পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণে এবং বি এস টি আই এর অনুমতি না থাকার কারণে দুটি বেকারিতে এক লক্ষ টাকা জরিমানা করেন।
Leave a Reply