আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাটোরের সিংড়া উপজেলা আওয়ামীলীগের দলীয় মনোনয়ম ফরম বিক্রয় ও জমাদানের ৭ম দিনে মনোনয়ন ফরম তুললেন হাতিয়ান্দাহ ইউনিয়ন পরিষদের পুনঃরায় চেয়ারম্যাান প্রার্থী উপজেলা আওয়ামীগের সদস্য এবং ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি মাহাবুব-উল আলম। সোমবার বিকাল ৫ টায় হাতিয়ান্দাহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী সহ প্রায় ৩ হাজার সমর্থকদের নিয়ে উপজেলা দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলেন তিনি। এসময় মনোনয়ন ফরম তুলে দেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট সাইদুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। মাহাবুব-উল আলম উপজেলা আওয়ামীলীগের সদস্য এবং হাতিয়ান্দাহ ইউনিয়ন এর সভাপতি এবং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। তিনি দ্বিতীয়বারের মত চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হয়েছেন মাহাবুব-উল আলম।তিনি বলেন,জনগণের প্রতি আমার যে ভালোবাসা সেই ভালো বাসা থেকেই আমার মনোনয়ন ফরম তুলার আজকের দিনে কাউকে আটকাতে পারে নাই। তারা আমার উন্নয়ন,সু-শাসন ও ভালো বাসার টানেই আজকে এখানে এসেছি। সিংড়া উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের এই নেতাকে আবারও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন দিয়ে ইউনিয়নের সু-শাসন ও উন্নয়ন কাজ অব্যাহত রাখার জন্য দলীয় নেতা কর্মীদের কাছে মনোনয়নের দাবি করেছেন তাঁর কর্মী সমর্থকরা।
Leave a Reply