বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৪:১৯ অপরাহ্ন

নাটকিও মামলা দিলেন রাজপাড়া ওসি, সহ সরকারী দলীয় নাম ভাংগিয়ে চলা, আবেদ, বিএনপি নিষিদ্ধ জামাত ক্যার্ডার আরেক ভাই জাবেদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১

 

দৈনিক জাতীয় পত্রিকার দুই সাংবাদিকে চাঁদাবাজির নাটকিয় মামলা দিলো রাজশাহীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম এমনি এক ঘটনার শিকার হয়েছেন সুনাম ধন্য পত্রিকা মাতৃজগতের ব্যুরো প্রধান মোঃমাসুদ আলী (পুলক) ও তার ফটো সাংবাদিক জাহিদ ইকবাল ঘটনা সুত্রে যায় বিল্ডিং এর মাটি কাটার কাজ ও অপশরন নিয়ে প্রভাব শালি এক সরকারি দলের নেতার রাইট হান্ড পরিচয় দান কারি আবেদ ও তার আপন ভাই বি এন পি জামাত শিবির পন্থী জাবেদ উভয় ভাই রাজশাহীর সাগর পাড়া বাসিন্দা তাকে সন্ত্রাসী জাবেদ বোমাবাজ চাঁদাবাজ চুরি ছিন্তাই রাহাজানি সহ কথিত কিশোর গ্যাং এর নেত্রীত্ব দিয়ে আসছে সহধর দুই ভাই একজন সরকারী দলের ব্যনারে অপর জন বিরোধী দলের ও নিষিদ্ধ জামাত শিবিরের ক্যার্ডার তার নিত্য দিনের কাজ

সাগর পাড়া বটতলার মোড়ে গড়ে উঠেছে ছোট বাজার সেই বাজারে গর্ড ফাদার জাবেদ আবেদ যেহেতু সাগর পাড়ায় হিন্দু বসতি তার পতি ফলে নির্যতিত হিন্দু পরিবার জিম্মি দুই ভায়ের কাছে এর সাথে সাগর পাড়া একটি মাইকো বাস ট্যান্ড নিয়ন্ত্রণ করে আছে মাসিক চাঁদা পায় জাবেদ / আবেদ

অতি পূর্বে রাজশাহী সিটি নির্বচন কে কেন্দ্র করে বোমাবিস্ফোরন করেছে জাবেদ বাহিনী যার নিউজ হয়েছে পত্রপত্রিকায় তারিখ ১৭ জুলাই ১৯১৮ ইং যাহার মামলা চলমান বিগ আদালত রাজমাহীতে চলমান শীর্ষমাদক ব্যবসায়ি আক্কাস আলীর ব্যবসায়িক পার্টানার, আক্কাস ব্যাবহৃত প্রাইভেট কারটি জাবেদ এর নামে এভিডেভিড করে দেয় শীর্ষমাদক কারবারী বআক্কাস মামলা চলমান রাজশাহী কোর্টে বি এন পি ও জামাতের এজেন্ট বলেও ভূল হবে এই সেই জাবেদ পুলিশের কাছে যার লাল চিহৃত তালিকা সেই এখন রাজপাড়া ওসি সহযোগী তায় নাম হয়েছে ঠিকাদার নামে চলছে জার নামে একটাও লাইসেন্স নাই সে আবার ব্যাবসাই এমন ভিত্তিহিন নিউজ করেছে কতিপয় কিছু অন লাইন তাতে সাংবাদিক কতার জেমন সুনাম খুন্ন্য হয়েছে তেমনি ভালো সাংবাদিক দের পরতে হচ্ছে হয়রানির ভিতরে এটা একটা জাতির জন্য দূঃখ জনক ব্যাপার পেশি শক্তি আর খমতার অপব্যাবহার করে ওসি ও এইসব কুলাংগার কাডারা রাতারাতি হয়ে জাচ্ছে কালো টাকার মালিক আরো জানাজায় রাজশাহী বিলসিমলা নামক এস্থানে গত দুই দিন আগে কাজনিয়ে একটু বাগবিদনন্ডা হলে জাবেদ নামের সেই কাডার জার আছে ডজন খানেক মামলা সে আর ওসি রাজপাড়া মিলে দুই সুমান ধন্য সাংবাদিকে এক চাঁদাবাজির মামলা দিয়ে দাপটের সাথে পুলিশ প্রডাসন নিয়ে অনাসে এই কুকর্ম পরিচালনা করে আসছে যা অত্যন্ত দুঃখজনক তরিঘরি করে মামলা দিয়ে জাহিদ সাংবাদিকে গ্রেফতার দেখানো যে খানে হাই কোর্টএর রায় আছে কোন সাংবাদিকে ধরার আগে বা মামলা হলে সম্পাদক বা তার প্রতিশ্ঠানের অনুমতি লাগবে সে খানে কোন আইন না মেনে এমন সন্ত্রাসির পক্ষ নিয়ে অর্থর লোভে এমনি এক জগন্য কাজ করেছে ওসি মাজহারুল ইসলাম এর তিব্র নিন্দ্রা ও পতিবাদ জানাই সেই সাথে সাংবাদিক জাহিদ ইকবাল এর নির্শথ মুক্তি দেয়ার জন্য অনুরোধ জানাই আর এই মামলা প্রতাহার এর দাবি জানাই এই সরযন্তকারি দের বিরুদ্ধে আইনগত ব্যাবস্তা নিতে উর্ধতম ব্যাক্তিবর্গের কাছে সু দৃস্টি আশা করছি অন্যথায় পুলিশ বাহিনীর ভাব মূর্তি মুখথুবড়ে পরতে পারে,,কতিপয় এমন দুই একটা ওসির কারনে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581