রবিবার সকাল থেকে রাত পযন্ত এপার ওপার দৌড়াতে দেখা যায় আবার আজকে সকালে দেখতে পাই এলাকাবাসী তার পেছনে সব বাচ্চারা ভীড় করে এবং একলার মানুষ এক পর্যায়ে তারা ভীড় করে তার পরে দেখা যায় রাজপতি ঘোষের ঘরে মধ্যে ঢুকে পড়ে হনুমানটি । এক সময় সে নশিপুর ঘোষ পাড়া মানব কল্যাণ সংস্থা মন্দিরে বট গাছের উপর বাসা বাঁধে। এলাকায় দুইটি হনুমান দেখা গেছে । আগে এই প্রজাতির হনুমান এ অঞ্চলে দেখা যায়নি।
জানান, সোনামসজিদ হয়ে নাককাটিতলা হয়ে নশিপুর ঘোষ পাড়া এই এলাকায় এসেছে৷ হনুমানটিকে বেশ কয়েকবার কলা খেতে দেওয়া হয়েছে। তবে হনুমানটি ধরার জন্য কেউ চেষ্টা করেনি। কালো রংয়ের হনুমানটি এক নজর দেখার জন্য জড়ো হচ্ছেন এলাকাবাসী ৷বর্তমানে এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে হনুমানটি ।
Leave a Reply