উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের অন্তর্গত নলবনিয়া দারুল কোরআন আল-ইসলামিয়া মাদ্রাসা’য় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে সকাল ৯ টায় জাতীয় পতাকা অর্ধনমিত করনের মধ্য দিয়ে একুশের অনুষ্ঠান শুরু হয়। সকাল ৯.২০টায় শহীদদের স্মরণে শোক র্যালী হয়। সকাল ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সহ-সভাপতি সাবেক মেম্বার জনাব নুরুল ইসলাম(নুরু), অত্র মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, শিক্ষা পরিচালক মাওলানা নুরুল হক সহ এবং অত্র মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ। আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মহান শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply