“””””””””””””””””””””””””””””””
জনৈক ওয়ায়েস উদ্দিন ভূইয়া নরসিংদী মডেল থানাধীন আব্দুল্লাহ বাজারে বিসমিল্লাহ ডোরস এন্ড স্যানিটারী দোকানের মালিক। ১৪ আগস্ট ২০২০ রাত ১১:০০ মিনিট হতে ১৫ আগস্ট ২০২০ দিবাগত রাত ০১:০০ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোর/চোরেরা দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে ২,২০,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।যার প্রেক্ষিতে নরসিংদী মডেল থানার মামলা নং-৪৫, ১৯ আগস্ট ২০২০ ,ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড মামলা রুজু হয় এবং মামলাটি এসআই অভিজিৎ চৌধুরী,শেখেরচর পুলিশ ফাঁড়ী মামলাটি তদন্ত করছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অভিজিৎ চৌধুরী মামলার তদন্তভার গ্রহণ করে তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার ঘটনায় জড়িত আন্তঃজেলা চোর চক্রের সদস্য (১) মোঃ আল আমিন (৩১),পিতা-মোঃ নাজিম উদ্দিন,সাং-নগর বানিয়াদী,থানা ও জেলা-নরসিংদী,(২) নয়ন (৪৫),পিতা-মোঃ আঃ জব্বার,সাং-জোনা,থানা-পাংশা,জেলা-রাজবাড়ী,এ/পিঃ সাং-নগর বানিয়াদী,থানা ও জেলা-
নরসিংদীদের ২০ আগস্ট ২০২০ ভোর বেলা আসামিদের গ্রেফতার করেন। ২৫ আগস্ট ২০২০ আসামিদের রিমান্ডে প্রাপ্ত হইয়া জিজ্ঞাসাবাদ করেন এবং আসামীদের দেওয়া তথ্য মতে ঘটনায় চুরি হওয়া সমূদয় মালামাল উদ্ধার করেন।মামলাটি তদন্তাধীন আছে।
Leave a Reply