শুক্রবার ২১ মে ২০২১ পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহেদ আহমেদ ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ ইলিয়াস হোসেন, এসআই (নিঃ) মোহাম্মদ তানভীর মোর্শেদ, এসআই (নিঃ) মাহামুদুল হাসান, এসআই (নিঃ) মোঃ মাহামুদুল হাসান মারুফ, এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করাকালীন মাধবদী থানাধীন উত্তর চৌয়া সাকিনস্থ জিহস তলা মোড়ে একদল ডাকাত একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে মর্মে জানতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ মে রাত্র ০১.৪৫ ঘটিকার সময় উক্ত স্থানে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ পৌঁছলে একটি প্রাইভেটকারসহ ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশকে আক্রমন করলে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী এর নির্দেশে সরকারী সম্পত্তি, জানমাল ও আত্মরক্ষার স্বার্থে ১৫ রাউন্ড শর্ট গানের গুলি ফায়ার করে এবং ডাকাত দলের সক্রিয় সদস্য (১) মোবারক হোসেন (২৯), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-বিলকান্দি উত্তরপাড়া, থানা-রায়পুরা, (২) শফিকুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আঃ মজিদ, সাং-রামপুর, থানা-পলাশ, (৩) ওমর ফারুক (২২), পিতা-মৃত বিকচান মিয়া, সাং-বাহেরচর মধ্যপাড়া, থানা-রায়পুরা, (৪) মাসুদ মোল্লা (২৬), পিতা-মোঃ আফাজ উদ্দিন, সাং-বাহেরচর পশ্চিপাড়া, থানা-রায়পুরা সর্ব জেলা-নরসিংদী সহ ৪ (চার) জনকে একটি প্রাইভেটকারসহ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-৩২-০৭৪২ সহ গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা ১০/১১ জন পালিয়ে যায়। ধৃত আসামী মোবারক হোসেন এর নিকট হতে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড তাজা গুলি, শফিকুল ইসলাম এর নিকট হতে একটি বড় ছোড়া, ওমর ফারুক এর নিকট হতে একটি চাইনিজ কুড়াল সহ উদ্ধারকৃত প্রাইভেটকারের ভিতরে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে একটি হালকা নীল রংয়ের কাটার, একটি চাইনিজ কুড়াল, চারটি চাকু, একটি স্ক্রু ড্রাইভার ও দুইটি শাবল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় ডাকাতদের হামলায় এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম আহত হন। উদ্ধারকৃত আলামতঃ (১) একটি দেশীয় তৈরী এলজি, দুই রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা। (২) একটি প্রাইভেটকার (৩) একটি হালকা নীল রংয়ের কাটার (৪) দুইটি চাইনিজ কুড়াল (৫) দুইটি বড় ছোড়া, চারটি চাকু (৬) একটি স্কু ড্রাইভার ও (৭) দুইটি শাবল এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply