শুক্রবার ১৯ ফেব্রুয়ারি ২০২১ গোপন সংবাদের ভিত্তিতে ডিবি নরসিংদীর পুলিশ পরিদর্শক (নিঃ) রুপণ কুমার সরকার পিপিএম, এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্সসহ নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ভোররাত ০৩:৪০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বাসাইল সাকিনস্থ জনৈক মোহাম্মদ হাসেন আলীর বসতবাড়ীর ভাড়াটিয়া অস্ত্রধারী সন্ত্রাসী নজরুল ইসলামের কক্ষ হতে অস্ত্রধারী সন্ত্রাসী (১) নজরুল ইসলাম (৩৭), (২) কাউসার মিয়া (৩৬) দের একটি সচল পিস্তলসহ গ্রেফতার করেন। আসামীদ্বয় দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশ জেলায় সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতোপূর্বে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ধৃত আসামীঃ (১) নজরুল ইসলাম (৩৭), পিতামৃত- সিদ্দিক মিয়া, সাং- নেকজানপুর, (২) কাউছার মিয়া (৩৬), পিতা- রেনু মিয়া, সাং- দক্ষিণ পুরানপাড়া, উভয়থানা ও জেলা- নরসিংদী। উদ্ধারকৃত আলামতঃ (১) একটি সচল পিস্তল, যাহাতে ম্যাগজিন সংযুক্ত। যাহার বাটসহ দৈর্ঘ্য ৭.৬ ইঞ্চি। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply