।সালেক অাহামেদ পলাশ নরসিংদী থেকে।
____________________
রবিবার ৩০ আগস্ট ২০২০ ভোর ০৫:৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বানিয়াছল খালপাড় এলাকায় আমির হোসেন(৪২),পিতা
মৃত-ফয়েজ উদ্দিন,সাং-ঘোড়াদিয়া,
থানা ও জেলা-নরসিংদী গুলিতে নিহত হয়।নিহতের আত্মীয়-স্বজনের তথ্য মতে জানা যায় শাহিন নামে একজন মোবাইল ফোনে ডেকে নিয়ে আমির হোসেনকে গুলি করে।উক্ত তথ্যের ভিত্তিতে নরসিংদী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা নরসিংদী তদন্তে নামে এবং ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী আসামী (১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির (৩৭),পিতা-খোরশেদ মোল্লা,সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদীকে হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র পিস্তল উদ্ধার করেন।আসামী শাহিনের বিরুদ্ধে ইতোপূর্বে খুনসহ ডাকাতি মামলা ১ টা,ডাকাতি মামলা ৪ টা,অস্ত্র মামলা ১ টাসহ মোট ৬ টা মামলা আছে।গ্রেফতারকৃত আসামী শাহিন মোল্লা ও আমির হোসেন একই ডাকাত দলের সদস্য।তাদের মধ্যে ডাকাতির টাকা ভাগ বাটোয়ারা নিয়ে আজকে সকালে অত্র হত্যার ঘটনা ঘটে।তারা দীর্ঘদিন যাবত দলগতভাবে ডাকাতি করে আসছিল।
ধৃত আসামীঃ
(১) শাহিন মোল্লা @ পেট কাঁটা শাহিন @ কবির(৩৭),পিতা-খোরশেদ মোল্লা,
সাং-রাজনগর,থানা-রায়পুরা,জেলা-নরসিংদী,বর্তমান সাং-বানিয়াছল খালপাড়,থানা ও জেলা-নরসিংদী।
উদ্ধারকৃত আলামতঃ
(১) একটি সচল পিস্তল। যা লম্বা ৭.৬ ইঞ্চি।
(২) একটি ম্যাগজিন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
স্বাক্ষরিতঃ
রুপণ কুমার সরকার পিপিএম
পুলিশ পরিদর্শক (নিঃ)
জেলা গোয়েন্দা শাখা নরসিংদী
ও
মিডিয়া সমন্বয়ক,জেলা পুলিশ নরসিংদী।
Leave a Reply