ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধিঃ হেবজুল বাহার,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক(২০২০-২০২২) মেয়াদে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
চলতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হয় আরো একমাস আগেই,তবে দেশে করোনা প্রাদুর্ভাবের কারণে সময় বিলম্বিত হলেও রবিবার (২১ জুন) সকালে সামাজিক দুরত্ব বজায় রেখে চলতি কমিটির সাধারণ অধিবেশন ডাকা হয় নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়ামে।
তাতে উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা উপস্থিত থেকে দেশের এই আপদকালীন সময়ে কমিটি গঠন নিয়ে ব্যাপক পরিসরে প্রস্তুতি না নিয়ে সমন্বয়ের মাধ্যমে গণতান্ত্রিকভাবে একটি শক্তিশালী গ্রহনযোগ্য ও উদার নেতৃত্ব গঠনের উপর জোর প্রস্তুতি গ্রহণ করেন।
এসময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা নবীনগরের চলমান বিভিন্ন বিষয় বিবেচনা করে সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে ঐক্যমত পোষণ করে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি সঞ্জয় সাহা কে সভাপতি ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি এম কে জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবে উপস্থিত সদস্যদের মধ্য থেকে প্রস্তাব আনলে সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হয়।
তাছাড়াও অন্যান্য পদে সকলের মতামতের ভিত্তিতে নির্বাচিত হয়েছেন সিঃ সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম (দৈনিক ইনকিলাব)সহ সভাপতি জহিরুল ইসলাম (দৈনিক প্রভাতী খবর) যুগ্ন সাধারণ সম্পাদক খাইরুল এনাম (দৈনিক আজকের প্রভাত) সাংগঠনিক সম্পাদক আবু হাসান জাহিদ (দৈনিক বাংলার নবকন্ঠ) আপ্যায়ন সম্পাদক মনির হোসেন (দৈনিক খবরপত্র) অর্থ ও দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম (দৈনিক ডেসটিনি) সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাঈদ আহম্মদ রাফি(দৈনিক বিশ্ব মানচিত্র) তথ্য ও প্রযুক্তি সম্পাদক আনোয়ার হোসেন (ব্রাক্ষণবাড়িয়ার কথা) কার্যকরী সদস্য রেজাউল করিম বাবুল মাষ্টার (দৈনিক মাতৃছায়া) খান জাহান আলী চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর) মনির হোসেন (দৈনিক আলোর জগত), সাহেদ আহমেদ সৌরভ (দৈনিক একুশের বাণী), ওয়াহেদুজ্জামান দিপু (দৈনিক যায়যায়কাল) সহ ১৫ সদ্যসের কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সাধারন পরিষদের সদস্য মোহাম্মদ হেদায়েতুল্লাহ (দৈনিক আমার কাগজ, মো. আক্তারুজ্জামান (দেশ সংবাদ),হেবজুল বাহার বিবিসি নিউজ ও দৈনিক মাতৃজগত) মোঃ সোহেল মিয়া (দৈনিক গণমানুষের আওয়াজ ও ফোকাস বিডি২৪), ডাঃ মাহফুজুর রহমান (কোয়ালিটি টিভি), মাসুম মিয়া (দৈনিক গণজাগরণ), আবু সুফি (দৈনিক আলোকিত সকাল), বিপ্লব নিয়োগী তন্ময় (দৈনিক অন্য দিগন্ত
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম,খান জাহান আলী চৌধুরী ও ওয়াহেদুজ্জামান দিপু।
উল্লেখ্য সংগঠনের বৃহত্তর স্বার্থে একতা ও সম্প্রীতির উজ্জ্বল নিদর্শন স্থাপন করে নবীনগর উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা আন্তরিকতা ও সহমর্মিতার বহিঃপ্রকাশ স্বরূপ এমন নজির সৃষ্টি করেছেন।
Leave a Reply