নবীনগরে মোবাইলে গেইমস্ খেলতে না দেওয়ায় মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার হেবজুল বাহার, ৪/২/২২
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ গ্রামে গতকাল শুক্রবার (৪/২) সকালে মোবাইলে গেইমস্ খেলতে না দেওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসার ছাত্র। সে পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের গোলাম মোস্তফার ছেলে ও নারায়নপুর জাহেরা বেগম ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা হেবজ বিভাগের ছাত্র ইয়ামিন (৮)।
জানা যায়, ইয়ামিন শুক্রবার সকালে ঘুম থেকে উঠে মোবাইল দিয়ে গেইমস্ খেলতে মা’য়ের কাছে মোবাইল চাইতে গেলে মা মোবাইল না দেওয়ায় সে বাড়িতে থাকা মইয়ে গামছা প্যাঁচিয়ে মাকে ভয় দেখাতে গিয়ে তার গলায় ফাঁস লেগে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আমিনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোবাইলে গেইমস্ খেলতে না দেওয়ায় আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করে।এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply