আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগ দিয়েছেন শেখ মহি উদ্দিন। আজ বুধবার (৫ আগস্ট) থেকে দায়ীত্বভার গ্রহণ করেছেন তিনি।
এর আগে তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়ীত্বরত ছিলেন। পরে তাকে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলী করা হয়।
গত ১৫ জুলাই সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি) এর সাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেখ মহিউদ্দিনকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলী করা হয়।
নবীগঞ্জ উপজেলার সার্বিক কার্যক্রম এগিয়ে নিতে ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন শেখ মহিউদ্দিন।
Leave a Reply