১২ই মার্চ ২০২০ ইং তারিখ, বৃহষ্পতিবার, বগুড়া নন্দীগ্রামে ৪নং থালতামাঝ গ্রাম ইউনিয়নে গুলিয়াকৃষ্টপুর নওদা পাড়া হতে মাদক সম্রাট মাসুদ রানা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার আজিজুর রহমান জানতে পেরে পুলিশ ফোর্স এস আই নূর মোহাম্মাদ, এ এস আই সাখাওয়াত হোসেন, কনেষ্টেবল আবুল কালাম আজাদকে ঘটনাস্থলে পাঠান। পুলিশ ফোর্স নওদা পাড়া বাঁধের নিচ থেকে ৭০ গ্রাম গাঁজাসহ মাদক সম্রাট মাসুদ রানা সহ ৩ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন গুলিয়াকৃষ্টপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মোঃ মাসুদ রানা ৫০, গুলিয়া গ্রামের মোঃ সালেক প্রাং এর ছেলে মোঃ হারুনূর রশিদ ২৫, নওগাঁ জেলার রানীনগর থানার ঘাটাগন গ্রামের মৃত মাছির উদ্দিন ছেলে বালুন ৪০। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।
Leave a Reply