বগুড়ার নন্দীগ্রাম উপজেলার খেংসর গ্রামে, ১নং বুড়ইল ইউনিয়নের ১নং ওয়াডের ইউপি সদস্য মোঃ মিন্টুর তত্বাবধানে ১৩ বছরের মেয়ের বাল্য বিবাহ অনুষ্ঠিত হয়েছে, ঘটনা সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলার খেংসর গ্রামের জাহাঙ্গীর এর স্কুল পড়ুয়া কন্যা জুঁই আক্তার (১৩) এর শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বিয়ে ঠিক হয়, কিন্তু বাল্যবিবাহ চরম অপরাধ এ বিষয়ে খেংসর গ্রামের মেম্বার মোঃ মিন্টুর সাথে আলোচনা করলে মিন্টু বলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, সাংবাদিক সবাইকে ম্যানেজ করতে তোমার কিছু টাকা খরচ হবে বাকিটা আমি দেখবো, দিন মজুর জাহাঙ্গীর তার কথায় রাজি হলে ১০ জানুয়ারি শুক্রবার মেম্বার মিন্টুর তত্বাবধানে জুই এর বাল্যবিবাহ অনুষ্ঠিত হয়। সরকার যেখানে বাল্যবিবাহ বন্ধে কঠোর অবস্থানে এবং নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শারমিন আখতার বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন সভা সেমিনার ও জনসচেতনতা মূলক কাজ করে যাচ্ছেন সেখানে একজন জনপ্রতিনিধি ইউপি সদস্য কিভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ ও সাংবাদিকদের নাম করে টাকা নিয়ে নিজ দায়িত্বে বাল্যবিবাহ দেন এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। উক্ত বিষয়ে ইউপি সদস্য মিন্টুর সাথে কথা বলতে তার মোবাইলে ফোন করলে সে ফোন রিসিভ করেনি।
Leave a Reply