রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

নওগাঁয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন।

মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

২০২১ উপলক্ষ্যে জেলা পুলিশ নওগাঁ চিত্রাংকন প্রতিযোগিতা ও শিশু সমাবেশ আয়োজন করে। নওগাঁ জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে নওগাঁ জেলা পুলিশে কর্মরত সকল ইউনিটের পুলিশ সদস্য, তাদের সন্তান ও পরিবার। তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশু সমাবেশের আয়োজন করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশুরা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয় গুলোকে রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলে। এছাড়াও শিশুদের জন্য পর্যবেক্ষণ দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়সহ পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের জন্য নানা রকম খেলাধুলা ও ইভেন্টের আয়োজন করা হয়। খেলাধুলা শেষে পুলিশ সুপার মহোদয় শিশুদের নিয়ে কেককেটে জাতির পিতার জন্মদিন উদযাপন করেন এবং আজকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকল শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581