ময়মনসিংহের ধোবাউড়া পজেলায় গত দুইদিনের টানা বর্ষনে কারনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেতাই নদীর বাঁধ কয়েক জায়গায় ভেঙ্গে প্রবল স্রোতে পানি প্রবেশ করে প্লাবিত হচ্ছে ধোবাউড়া উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো। এতে আতংকে দিন কাটছে নেতাই পাড়ের মানুষ ও নিচু এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষজনেরা। পানিবন্দি অবস্থায় রয়েছে নিম্ন এলাকার অনেক ঘরবাড়ি।সরেজমিন ঘুরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়,যে ঘোষগাঁও ইউনিয়ন, এবং ১দক্ষিনমাইজপাড়া ইউনিয়নের,খালিকাবাড়ি ভল্লবপুর পঞ্চনন্দপুর,কাসিপুর,দ্ররিয়াপাড়া,সোহাগীপাড়া এলাখায় প্লাবিত হয়েছে। ঘোষগাঁও ইউনিয়নের ভালুকা পাড়া,নয়াপাড়া, দিঘলবাগসহ বিভিন্ন গ্রামের বেশ কিছু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার পাশ দিয়ে নেতাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে যায়। এতে প্রবল স্রোতে পানি প্রবেশ করে রায়পুর, কামালপুর ছান্দেরনগর,এমন কি ধোবাউড়া প্রবেশ করছে বিভিন্ন এলাকার বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। এছাড়াও পোড়াকান্দুলিয়া ইউনিয়ন, বেতগাছিয়া, বহরভিটা, উদয়পুর,,গোয়াতলা ইউনিয়ন, ৭নং বাঘবেড় ইউনিয়ন সহ নিম্ন এলাকাগুলো প্লাবিত হচ্ছে। আজ বিকালে নেতাই নদীর ভাঙ্গন ও বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসেন উজ্জ্বল,পরিদর্শনকালে ডেভিড রানা চিসিম সংশ্লিষ্টদের পানিবন্দী মানুষদের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।
Leave a Reply