ময়মনসিংহের ধোবাউড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দেওয়া উপহার, গোয়াতলা ইউনিয়নের আয়লাতলি গ্রামে নবনির্মিত আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। রবিবার সকাল ১১টায় নবনির্মিত এই আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে গোয়াতলা কংশ নদী ভাঙন থেকে আশ্রয়ন প্রকল্প রক্ষার্থে উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান’কে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ উজ্জ্বল প্রমুখ।
Leave a Reply