নিজস্ব প্রতিবেদকঃ নওগাঁর ধামইরহাট উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর নির্যাতন তিন মাসের পেটের বাচ্চা নষ্ট করেছে দুর্বৃত্তরা। থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২২/০৮/২২ তারিখ বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় ধামইরহাট উপজেলার বিকন্দখাস গ্রামে প্রতিবেশীদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বচসার সৃষ্টি হয়, একপর্যায়ে সেটি হামলার রূপ নেই। হামলাকারীরা গৃহবধু সাদিয়া আক্তার বৃষ্টি (২৬) কে এলোপাতাড়ি হামলা মারপিট ও তার পেটে লাথি মারায় সে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সাদিয়া আক্তার বৃষ্টির স্বামী ছরোয়ার জানান, আমার আহত স্ত্রী সাদিয়াকে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নিয়াজ মোস্তাক চৌধুরী পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, তার পেটের বাচ্চাটি অতিরিক্ত আঘাতের কারণে নষ্ট হয়েছে। এ বিষয়ে গৃহবধূর স্বামী ছারোয়ার হোসেন ওরফে হাফিজুল বাদী হয়ে মোট ৫ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ৫১ তাং ২৭/০৮/২২ ইং।
বীর মুক্তিযোদ্ধা কছিমুদ্দিনের মেয়ে কুরছিয়া বেগম বলেন, আমার পুত্রবধূকে যারা মেরে আহত করেছে এবং তার পেটের বাচ্চা নষ্ট করেছে আমি তাদের বিচার চাই। এব্যাপারে ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজীর নিকট মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ১ নং আসামী জবাইদুল ইসলাম (৩৬) কে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
Leave a Reply