কুষ্টিয়ার দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ইউনিটের সদস্য হাবিবুর রহমানকে দরিদ্রদের মধ্যে বিতরনের জন্য বরাদ্দকৃত ত্রান আত্মসাতের কারনে দৌলতপুর থানা পুলিশ আটক করেছে বলে জানাগেছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে দৌলতপুর উপজেলার ১০ নং দৌলতপুর ইউনিয়নের ৯ নং ইউনিটের সদস্যকে আটক করা হয়। জানাযায়, দৌলতপুর উপজেলায় দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের দেওয়া করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন পরিবারে মধ্যে ত্রান বরাদ্দ দেওয়া হয়।সেই ত্রান থেকে ১০ নং দৌলতপুর ইউনিয়নের ৯নং ইউনিটে ৫০ জন পরিবারের জন্য বরাদ্দ দেয়া হয়। কিন্তু উক্ত ৯ নং ইউনিটের সদস্য হাবিবুর রহমান ৫০ জন পরিবারের মধ্যে ত্রান না দিয়ে নিজের মত করে তালিকা তৈরী করে ১৫ জন পরিবারের মধ্যে ত্রান বিতরন করে। এবং বাকী ৩৫ জন পরিবারের ত্রান আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছিল। উক্ত অভিযোগের কারনে বিশেষ ক্ষমতা আইনে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করেছে বলে জানায় দৌলতপুর থানা পুলিশ।
Leave a Reply