রাত পোহালেই পূর্ব আকাশে উদিত হবে লাল সূর্য। যদিও সূর্যটি প্রতিদিনের মতই। কিন্তু তার মহত্য একটু ভিন্ন বলা বাহুল্য। মহান সৃষ্টি কর্তার রহমতে সমাপ্তি ঘটলো ২০১৯ সালের। ঐ মহান রাব্বুল আলামীন এর রহমতে যেন সুন্দরভাবেই কাটে আগামীর ২০২০ খ্রি:।
মাতৃজগত টিভির সম্মানিত চেয়ারম্যান ও বহুল জনপ্রিয় ঐহিত্যবাহী জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্মানিত চেয়ারম্যান খান সেলিম রহমান দেশের সকল মানুষের ২০২০ সালটি যেনো ভালই কাটে তার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
এছাড়াও মাতৃজগত টিভি ও মাতৃজগত পত্রিকার সারা দেশের পাঠক, দর্শক ও শুভাখাঙ্খীদের নিকট মাতৃজগত টিভির ও মাতৃজগত পত্রিকার জন্য দোয়া কামনা করেন।
পাশাপাশি তিনি সারা বাংলাদেশের সাংবাদিক মহলের প্রতি সবিনয় অনুরোধ জানান যে, জাতীর বিবেক হিসেবে সারা বছর সকল সাংবাদিকরা সৎ-জ্ঞানে সত্যের সাথে সঠিক তথ্য যাতে মানুষের কাছে তুলে ধরেন।
তিনি বলেন, সাংবাদিকের ক্যামরা ও কলম কখনো কারো কাছে মাথা নত করে না। আপনারা সত্যের সাথে কাজ করে যান আমি আছি আপনাদের সাথে।
Leave a Reply