মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন

দেবহাটায় বিয়ের ১ মাস না যেতেই নব্য স্বামীর আত্নহত্যা

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট টাইম সোমবার, ২৪ মে, ২০২১

বিয়ের ১ মাসের মধ্যেই এক নব্য স্বামীর আত্নহত্যার খবর পাওয়া গেছে। সোমবার (২৩ মে) দুপুরে আশিক মন্ডল (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কুলিয়া পাটনীপাড়া ঈদগাহের বটগাছের ডালের সাথে গলায় রশি দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সে অত্রালাকার গফুর মন্ডলের ছেলে, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। জানা গেছে, প্রায় একমাস আগে পাশ্ববর্তী গুচ্ছগ্রামের আবুল হোসেনের মেয়ে জেসমিন’র (১৮) সাথে বিয়ে হয় তার, বিয়ের পর থেকে স্ত্রী জেসমিনের প্রতি আশিকের ভালোবাসার কমতি ছিলনা। এককথায় বউয়ের জন্য প্রায় পাগল ছিল সে। দাম্পত্য জীবনের প্রথম কয়েকদিন তাদের মধ্যে সুসম্পর্ক থাকলেও গত ৮/১০ দিন আগে জেসমিন তার বাবার বাড়ীতে চলে যায়। এরপরই তাদের নতুন দাম্পত্য জীবন ভেঙে দিতে ডিভোর্স করানোর কথা তোলে জেসমিনের পরিবার, এতে ব্যাপক মর্মাহত ও আঘাত প্রাপ্ত হয় আশিক। কয়েকদিন ধরে আশিক তার স্ত্রীকে ফেরত আনার জন্য পরিবারের সদস্যদের কাছে আকুতি করে আসছিল। একইসাথে জেসমিনকে না পেলে সে আত্মহত্যা করবে বলেও তার পরিবারকে জানায়। স্থানীয় ইউপি সদস্য রওনাক উল ইসলাম রিপন বলেন, আশিক তার স্ত্রী জেসমিনকে খুব ভালোবাসতো। গেল কয়েকদিন সে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিদের কাছে ধর্ণা দিচ্ছিল, সে প্রায়ই স্ত্রীর শোকে মনমরা হয়ে থাকতো। সোমবার সকালে বেশ কয়েকজন জেসমিনকে ফিরিয়ে আনতে তার বাবার বাড়িতে গেলে জেসমিনের আত্মীয় স্বজনরা তাদের মেয়েকে আর আশিকের ঘরে ফেরত পাঠাবেনা বলে জানিয়ে দেয়। সকলের ধারণা এ কারনেই দুপুরে সকলের অগচরে বাড়ির পাশ্ববর্তী ঈদগাহের বটগাছে ঝুলে সে আত্মহত্যা করে। দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা বলেন, স্থানীয়রা বটগাছের সাথে মরদেহটি ঝুলতে দেখে থানায় খবর দিলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581