সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার সখিপুর প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন এর উদ্দোক্তা প্রবাসী সাকিব এর উদ্যোগে বেস্ট টিম দেবহাটা শাখার সহযোগিতায় আজ ২ এপ্রিল-২০২০ বৃহস্পতিবার বিকালে এলাকার কুলিয়া, সেকেন্দ্রা, খেজুরবেড়িয়া, সখিপুর, দেবহাটা, কামটা, গাজীর হাটে দুঃস্থ ৪০ পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম পিঁয়াজ।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ প্রসঙ্গে বেস্ট টিম দেবহাটা শাখার আহ্বায়ক প্রবাসী সাকিবুর রহমান এ প্রতিবেদক কে জানান সম্প্রতিক বিশ্বে যে মহামারি করোনা ভাইরাস বিরাজমান করছে সেটি ছোঁয়াচে বিধায় আমরা অসহায় পরিবারের মাঝে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ কালে কারো ছবি তুলি নাই, কারণ আমরা সেলফিবাজ নই সাময়িক সময়ে অসহায় পরিবারের মাঝে কিছু দান করে দেশ তথা বিশ্বময় নাম কেনার বা বাহ্বা নেয়ার মন মানষিকতা আমার বা আমাদের নেই। পরবর্তী তে আরো খাদ্য সামগ্রী বিতরণের আশ্বাস দিয়ে সাকিবুর জানান যদি কেহ আমাদের সাথে সরিক হতে চান তাহলে যোগাযোগ করবেন।
Leave a Reply