নেত্রকোনা দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৮টার সময় রাষ্ট্রের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলা উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও পৌরসভা মেয়র আলাল উদ্দিন আলাল, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার , উপজেলা ছাত্রলীগ, উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা কমান্ডকাউন্সিলসহ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করা হয়। এছাড়া পরে উপজেলা প্রশাসন সহ সকল রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন শোকর্যালী বের করা হয়। শোকর্যাালী শহরের উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গিয়ে শেষ হয়। এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান এর সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন এর সঞ্চালনায়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা ১ আসনের সাংসদ জনাব মানু মজুমদার।শেষে দোয়া মাহফিল ও গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Leave a Reply