বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১০:০১ পূর্বাহ্ন

দুর্গম বরকলে লকডাউনের প্রথম দিনেই প্রশাসনের কঠোর অবস্থান

আরিফুল ইসলাম,রাঙামাটি প্রতিনিধি
  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মহামারি করোনার প্রকোপ রোধে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথম দিনে রাঙামাটির বরকলে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, সর্বত্রই জনসমাগম শুন্য। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে মানুষের চলাচল নেই বললেই চলে। অবাধ চলাচলরোধে বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো জুয়েল রানা । একইসাথে বরকল থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী জসিম উদ্দিনের নেতৃত্বেও মাঠে নামে পুলিশ।এছাড়া বিজিবি সদস্যরাও সার্বক্ষনিক মাঠে ছিলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার নেতৃত্ব,বরকল সদর, কলাবুনিয়া,বামলেন্ড,এরাবুনিয়া ও ভুষনছড়ার জনবহুল এলাকাগুলোতে মোবাইলকোর্ট পরিচালনা করা হয়।এসময় তিনি অপ্রয়োজনে বাইরে বেরুনোর ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান। উপজেলা নির্বাহী অফিসার জুয়েল রানা জানান, সর্বাত্মক লকডাউনের প্রথমদিনে সরকারি নির্দেশনা কার্যকর করতে আমরা কাজ করছি।বরকল উপজেলায় সর্বাত্মক লকডাউন যথাযথ কার্যকরীকরণ লক্ষ্যে উপজেলা প্রশাসন, বিজিবি , পুলিশ , ডাক্তার, জনপ্রতিনিধিসহ সকলে সম্মিলিতভাবে উপজেলার বিভিন্ন দূরত্বের বাজারগুলো ও নদীপথে টহল, শোডাউন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সর্বপরি আমরা রাস্তাঘাট ও বাজারসহ সর্বাত্মক লকডাউনের আওতায় আনতে সক্ষম হয়েছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
© All rights reserved © Matrijagat TV
Theme Dwonload From ThemesBazar.Com
matv2425802581