নিজস্ব প্রতিবেদক, বারিশাল ৷
১৭/০৭/২০২০ তারিখ রোজ শুক্রবার রাতে বরিশাল নগরীর বান্দ রোড এলাকায় অভিযান চালিয়ে ৫৭০ পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৮। এরা হল বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের পিলখানা নিবাসী খবির উদ্দিন খানের ছেলে নজরুল খান (৩২), একই উপজেলার হানুয়া এলাকার সোহেল হাওলাদার (২৮) ও রবিপুর এলাকার সুলতান আহম্মেদ বাবু (২৫)।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব-৮।
আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ শেষে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র্যাব ৷ র্যাবের ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এলাকা সূত্রে জানা যায় নজরুল দীর্ঘ দিন থেকে মাদক ব্যাবসার সাথে জড়িত ৷ যুব সমাজের ধ্বংসের হাতিয়ার ইয়াবা বিক্রি করে রাতারাতি ধনকুবের মালিক হতে চলছেন ৷ একটা বেকার ছেলে লক্ষ লক্ষ টাকা পুজি করে এলাকায় অরাজকতা সৃষ্টি করতেছে ৷ যেখানেই মারামারি সেখানেই নজরুল বাহিনী জড়িত ৷ এলাকার মানুষ তার কঠিন শাস্তি দাবী করেন এবং ওর সাথে যারা মাদকব্যাবসায় জড়িত তাদের আইনের আওতায় নিয়ে সঠিক বিচার চান ৷
Leave a Reply