দিনাজপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ১৬ জন করোনাভাইরাস এ আক্রান্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪৯০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে নতুন দুইজনসহ এ পর্যন্ত ৪৬৬১ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। তবে আক্রান্ত ৪৯০৫ জনের মধ্যে ৪৬৬১ জন সুস্থ ও ১০৩ জনের মৃত্যু হওয়ায় বর্তমানে দিনাজপুর জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা রয়েছে ১৪১ জন। আর ৩ এপ্রিল পর্যন্ত দিনাজপুর জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে ১ লাখ ১ হাজার ৯৭ জন। দিনাজপুর সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ জানান, রবিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত রোগির সংখ্যা দাড়িয়েছে ৪৯০৫ জনে। একই সময়ে নতুন দুইজনসহ এ পর্যন্ত ৪৬৬১ জন সুস্থ হয়েছেন। আর এ পর্যন্ত ১০৩ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলাতেই ১৩ জন। এছাড়া বীরগঞ্জ উপজেলায় ৩ জন। রবিবার আক্রান্তের হার ছিল ১২ দশমিক ৩০ শতাংশ।সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ আরো জানান, গত ২৪ ঘন্টায় ১০৬টি নমুনাসহ এ পর্যন্ত ৩৬৯৬৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় ১৩০টিসহ এ পর্যন্ত ৩৪৩৪৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর গত ২৪ ঘন্টায় ৬২ জনসহ এ পর্যন্ত ৩০৪৪৩ জনকে কোয়ান্টোইনে নেয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ৫৬ জনসহ ৩০১৭১ জন কোয়ারেন্টাইন হতে ছাড় পেয়েছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ১১৮ জন ও হাসপাতালে ২৩ জন ভর্তি রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ। এদিকে সিভিল সার্জন অফিসের অপর এক তথ্যে জানা গেছে, জেলায় ৩ এপ্রিল শনিবার পর্যন্ত ১ লাখ ১ হাজার ৯৭ জন করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে।
Leave a Reply