দিনাজপুরের হাকিমপুরে ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে ২৫ বছরের এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। আটককৃত যুবকের নাম রবিউল ইসলাম এবং সে হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর গ্রামের হিলি সীমান্তের জিলাপি পট্রি এলাকার আনসার আলীর ছেলে আজ বুধবার (৫ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলার হিলি’র বিজিবি ক্যাম্পের সামনে থেকে মামলার তদন্ত অফিসার এসআই বেলাল হোসেন তাকে আটক করে। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত ২১ এপ্রিল শিশুটির বাবা অভিযোগ করেন তার ১০ বছর বয়সের শিশু কন্যাকে রবিউল নামে এক বখাটে যুবক ধর্ষন করেছে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) সংক্রান্তে ধারা-৯ (১)/৩০ এ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply